অক্টোবর ৬, ২০২৪

আগামী মাসের মাঝা-মাঝিতে শুরু হবে এবারের নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কার মাটিতে বসতে যাওয়া এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগ্রেসদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। অনেকদিন পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন জাহানারা আলম।

এবারের এশিয়া কাপে সাত থেকে বেড়ে দলসংখ্যা হয়েছে আটটি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। স্বাগতিক শ্রীলঙ্কার ছাড়াও ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ১৯ জুলাই পর্দা উঠছে নারী এশিয়া কাপের এবারের আসরের। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *