ডিসেম্বর ২২, ২০২৪

দেশবাসীর উদ্দেশে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ জুন) এক ভিডিও বার্তায়ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

আগামীকাল সোমবার (১৭ জুন) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর আগে আজ রোববার এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...