জানুয়ারি ২, ২০২৫

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে দুর্দান্ত ছন্দে আছে আফগানিস্তান। এরইমধ্যে সুপার এইটও নিশ্চিচ করেছে তারা। তবে দলটিকে ঘিরে দুঃসংবাদ। সুপার এইটে লড়াই শুরু না হতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার মুজিব উর রহমান।

উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের তর্জনিতে চােট পান মুজিব। পরের দুই ম্যাচ তাই খেলতে পারেননি তিনি। অবশেষে জানা গেলো, পুরো আসর থেকেই ছিটকে গেলেন মুজিব।

ক্যারিবিয়ান প্রিমিয়ান লিগ (সিপিএল) খেলার অভিজ্ঞতা থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারতেন এই স্পিনার। তবে ইনজুরির কারণে এখানেই বিশ্বকাপ যাত্রা শেষ ২৩ বছর বয়সী মুজিবের। তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বদলি হিসেবে ডাক পেয়েছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই।

আফগানিস্তানের হয়ে ৪৬ টি-টোয়েন্টিতে ৬.১৫ ইকোনোমিতে মুজিবের শিকা করেছেন ৫৯ উইকেট। চলতি বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে ৩ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন রহস্যময় এই স্পিনার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...