জানুয়ারি ৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৪০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির।

আজ রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ২.৯৯ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ২.৯৯ শতাংশ, ইউনিক হোটেলের ২.৯৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ২.৯৯ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির ২.৯৯ শতাংশ দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...