আফগানিস্তানে ক্ষুদার জ্বালায় না ঘুমানো শিশুদের ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পারাতে হচ্ছে তাদের বাবা মায়ের। শুধু তাই নয় আর্থিক সংকট এতটাই তীব্র বেঁচে থাকার জন্য অনেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ বিক্রি করছে।
আব্দুল ওয়াহাব নামে এক আফগান অভিভাবক বলেন, আমাদের বাচ্চারা কাঁদছে, আর তারা ঘুমায় না। আর আমাদের খাবার নেই। সুতরাং এমন পরিস্থিতিতে আমরা ফার্মেসিতে যাই, ট্যাবলেট কিনি এবং আমাদের বাচ্চাদের দিই যাতে তারা তন্দ্রা অনুভব করে।
চারপাশে জড়ো হওয়া প্রায় ডজনখানেক পুরুষের একটি দলের মধ্যে আবদুল ওহাবও রয়েছেন। আমরা জিজ্ঞেস করলাম, কতজন তাদের সন্তানদের ঘুমানোর জন্য ওষুধ দিচ্ছেন? তিনি বলেন, আমাদের মধ্যে অনেকে , প্রায় আমরা সবাই।
গোলাম হযরত তার চাদরের পকেটে থাকা কিছু অনুভব করলেন এবং পকেট থেকে ট্যাবলেটের একটি স্ট্রিপ বের করলেন। এগুলি ছিল আলপ্রাজোলাম – ট্রাঙ্কুলাইজার যা সাধারণত উদ্বেগজনিত ব্যাধিগুলির চিকিত্সার জন্য নির্ধারিত ওষুধ। এরকম অসংখ্য মানুষ তাদের সন্তানদের ক্ষুধা নিবারন করতে না পেরে তাদের ওষুধ খাওয়াচ্ছেন।
( সূত্র – বিবিসি )