অক্টোবর ১৮, ২০২৪

স্পেন-নরওয়ের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেকটি দেশ আয়ারল্যান্ড। মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই স্বীকৃতি অনুমোদন করে দেশটির সরকার।

বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।

ফিলিস্তিনে নিযুক্ত আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূত এবং রামাল্লায় আয়ারল্যান্ডের পূর্ণাঙ্গ দূতাবাস নিয়োগ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বলে এক বিবৃতিতে ইসরাইল এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...