নভেম্বর ২৬, ২০২৪

দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ৮৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। এটি ভারতের আরাকান রাজ্য থেকে আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামাপোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা।

তিনি বলেন, দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। মেসার্স আশা বাণিজ্যালায় আমদানিকারক প্রতিষ্ঠান এটি আমদানি করেছেন।

আমদানিকারক প্রতিনিধি মাহবুবুর রহমান বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতি হওয়ায় সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছেন। আজকে থেকে আইপি দেয়া শুরু হয়েছে। তাই আমরা বাজার নিয়ন্ত্রণ রাখতে আজকে এক ট্রাক কাঁচামরিচ আমদানি করেছি। আমদানি হলে দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনীয় থাকবে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...