নভেম্বর ২৪, ২০২৪

রাফা ক্রসিং বন্ধ থাকায় ফিলিস্তিনি ছিটমহল গাজার জন্য আসা ত্রাণের খাদ্য ও ওষুধ মিসরে স্তূপ হয়ে জমে আছে।

সোমবার মিসর জানিয়েছে, ইসরাইলের সামরিক অভিযানের কারণে ত্রাণকর্মীদের ওপর হুমকি থাকায় রাফা ক্রসিং বন্ধ হয়ে আছে।

এদিকে গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি থেকে দুই দিন ধরে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে সোমবার সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।

জাতিসংঘের জ্যেষ্ঠা ত্রাণ কর্মকর্তা এডেম ওসোর্নু জানিয়েছেন, ইসরাইলের আক্রমণের মধ্যে টিকে থাকা গাজাবাসীদের কোনো অর্থপূর্ণ স্তরের সমর্থন দেওয়ার মতো পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নেই।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা বর্ণনার ভাষা হারিয়ে ফেলছি আমরা। আমরা এটিকে বিপর্যয়, দুঃস্বপ্ন, নরক বলে বর্ণনা করেছি। এখন পরিস্থিতি ওগুলোর সবই এবং আরও খারাপ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি জানান, গাজা-মিসর সীমান্তের রাফা ক্রসিং বন্ধ থাকায় অন্তত ৮২ হাজার মেট্রিক টন সরবরাহ মিসরে স্তূপ হয়ে আছে আর ইসরাইলের কেরেম শালোম ক্রসিং দিয়ে ‘শত্রুতা, চ্যালেঞ্জিং লজিস্টিক অবস্থা ও জটিল সমন্বয় প্রক্রিয়ায়’ কারণে ত্রাণ প্রবেশ সীমিত হয়ে আছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান নিরপত্তা পরিষদকে জানিয়েছেন, রাফায় হামাসের পিছু নেওয়া ছাড়া ইসরাইলের আর কোনো বিকল্প ছিল না আর সক্রিয় যুদ্ধ ক্ষেত্র থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার নিন্দা না করে সমর্থন করা উচিত। কারণ তাতে তারা অন্তত মারা যাবে না।

কিন্তু ফিলিস্তিনিদের যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেই নতুন এলাকাগুলোতেও তাদের অবস্থা ভয়াবহ বলে বর্ণনা করেছেন ওসোর্নু।

গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘ।

ওই উপকূলে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান জেটি হয়ে শুক্রবার গাজার ত্রাণ প্রবেশ করতে শুরু করে। জাতিসংঘ এতে সমর্থন জানালেও পরিস্থিতি মোকাবেলায় স্থল পথে ত্রাণ প্রবেশের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে।

জাতিসংঘ বলেছে, ওই ভাসমান জেটি এলাকা থেকে জাতিসংঘের ঠিকাদাররা ১০ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা সরবরাহ করেছিল আর গাজার দিয়ের এল বালাহ এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচীর গুদামে শুক্রবার সেগুলো পৌঁছেছিল।

কিন্তু শনিবার মাত্র পাঁচ ট্রাক ভর্তি খাদ্য সহায়তা ওই গুদামটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন এক জাতিসংঘ কর্মকর্তা। আর রোববার ও সোমবার সেখানে কোনো ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...