হেলিকপ্টারে থাকা রাইসি ও অন্যদের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মাকাতি। শোক পালনকালে সব সরকারি প্রশাসন, প্রতিষ্ঠান ও পৌরসভায় পতাকা অর্ধনমিত রাখা হবে।
রাইসির মৃত্যুতে লেবাননের পর সিরিয়াও তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
এদিকে রাইসির মৃত্যুতে চীন জানিয়েছে, তার দুর্ভাগ্যজনক মৃত্যু ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারাল। চীন সরকার ও চীনের জনগণ এই দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে লালন করে। চীন এই অংশীদারিত্ব আরও গভীর ও বিকাশ অব্যাহত রাখবে। চীন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে প্রয়োজনীয় সব উপায়ে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।
রাইসির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। রাইসির জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও মরহুমের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজও ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেছেন।
সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, যেহেতু আমরা আপনাকে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি, আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের তার অপরিসীম রহমত ও ক্ষমা দিয়ে ঢেকে দেন এবং তাদের শান্তি দান করেন। তার আত্মা শান্তিতে থাকুক। নিশ্চয়ই আমরা আল্লাহর, আমরা তারই দিকে ফিরে যাব।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ‘গভীর দুঃখ ও সমবেদনা’ জানিয়ে খামেনির কাছে একটি তারবার্তা পাঠিয়েছেন। আল-আসাদ রাইসির মৃত্যুকে ‘বড় ক্ষতি’ বলে অভিহিত করেছেন এবং সিরিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক সর্বদা সমৃদ্ধ রয়েছে তা নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন।
তিনি বলেন, তুর্কি হিসেবে আমরা এই কঠিন ও দুঃখজনক সময়ে আমাদের প্রতিবেশী ইরানের পাশে থাকব, যেমনটা আমরা আগেও অনেকবার করেছি।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।