পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মো. মোস্তফা (৮৯) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর-ইজি ০৭৪০৮৪৭। গতকাল শনিবার (১৮ মে) তিনি মক্কায় মারা যান।
আজ রোববার (১৯ মে) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১৫ মে মদিনায় মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।
উল্লেখ্য, হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন; বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৫ হাজার ১৩ জন। মোট ৭২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এর মধ্যে বাংলাদেশ বিমান ২৮টি, সৌদি এয়ারলাইন্স ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
এ বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করতে যাওয়ার সুযোগ ছিল। সরকারের হজ পোর্টালের হিসাবে নিবন্ধন করেন ৮৩ হাজার ২১৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন; বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেন ৭৮ হাজার ৮৯৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।