ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্ব মা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ঢাকার যুক্তরাষ্ট্র ও চীনা দূতাবাস। রবিবার পৃথক বার্তায় শুভেচ্ছা জানায় দূতাবাস দুটি।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুকে কয়েকজন মায়ের ছবি দিয়ে শুভেচ্ছাবার্তায় বলা হয়, মায়েদের জন্য শুভ মা দিবস! আসুন আমাদের জীবনের সেই বিশেষ নারীদের ভূমিকা উদযাপনের জন্য একটি বিশেষ মুহূর্ত বেছে নেওয়া যাক, যারা সবসময় আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে থাকেন। মা-কে জানান, তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

বিশ্ব মা দিবস নিয়ে ঢাকার চীনা দূতাবাসের শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়, জীবনের সব পর্যায়ে ছায়া হয়ে পাশে থেকে জীবনকে অর্থময় করে তোলেন মা। আন্তর্জাতিক মা দিবসে সারা বিশ্বের সব মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস উদযাপিত হয়ে থাকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...