শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ৩৭টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় ১১টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। একই সময়ে আয় কমেছে ১২টির, লোকসানে রয়েছে ১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।
আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টিউবস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, মীর আক্তার হোসেন লিমিটেড, বিএসআরএম স্টিলস, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, কাসেম ইন্ডাস্ট্রিজ, কে অ্যান্ড কিউ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, রংপুর ফাউন্ড্রি, দেশবন্ধু পলিমার এবং ওয়ালটন হাইটেক।
ন্যাশনাল টিউবস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৫ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ৮৫ পয়সা। গতবছর একই সময়ে ০৬ পয়সা আয় হয়েছিল।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০৩ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ২৭ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ০১ পয়সা আয় হয়েছিল।
মীর আক্তার হোসেন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৪-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৪২ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ১ টাকা ৩১ পয়সা।
বিএসআরএম স্টিলস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৯৮ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৩৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৭ টাকা ৪৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।
ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর লোকসান ছিলো ১৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৯ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ৭০ পয়সা লোকসান হয়েছিল।
কাসেম ইন্ডাস্ট্রিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১২ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৫৮ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ০৭ পয়সা লোকসান হয়েছিল।
কে অ্যান্ড কিউ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ১৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা।
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২০ পয়সা।
রংপুর ফাউন্ড্রি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৩ পয়সা।
দেশবন্ধু পলিমার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।
ওয়ালটন হাইটেক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬ টাকা ১৫ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ১৭ পয়সা। গতবছর একই সময়ে ৮ টাকা ২৫ পয়সা ছিল কোম্পানিটির ইপিএস।
এস.এস. স্টিল
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯ পয়সা। কোম্পানিটির আয় অপরিবর্তিত রয়েছে।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ১২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা।