জানুয়ারি ২২, ২০২৫

ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই।

তিনি বলেন, শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরেই পড়াশোনার মধ্যে জয় বিদেশে যাবে। তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রাখলেন অপু।

সম্প্রতি ঈদ আড্ডা হাজির হয়ে অপু বিশ্বাস বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাই হোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি।

অপু বলেন, ছেলেকে বিদেশে পাঠালেও জয় ও নিজের কাজ নিয়ে থাকব। জয়ের বাবা শাকিবও সেভাবেই থাকবে। সেখানে জয় একা থাকবে না। আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশেই থাকা হবে। কারণ জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...