ডিসেম্বর ২২, ২০২৪

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর; আইপিএলে এটাই ছিল বিরাট কোহলিদের দলের নাম। সংক্ষেপে যেটাকে আরসিবি ডাকা হয়। ওই নাম আসন্ন মৌসুম থেকে বদলে গেছে। কোহলিদের দলের নাম এখন থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সংক্ষিপ্ত নাম অবশ্য আরসিবি’ই থাকছে।

২০০৮ সাল থেকে আইপিএলে আছে বেঙ্গালুরু। তখন থেকে দলটির নাম ব্যাঙ্গালোর। তবে শহরটির নাম বেঙ্গালুরু। যে কারণে নাম নিয়ে বরাবরই একটি দ্বিধা ছিল। এছাড়া শহরের নামে যেহেতু ফ্র্যাঞ্চাইজির নাম, কর্তৃপক্ষ মূল নামে ফিরে গেছে।

মঙ্গলবার যখন আসন্ন আইপিএল নিয়ে দলের নাম আনবক্সিং করা হয় তখনই জানা যায়, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে গেছে দলটির নাম। এর আগে পাঞ্জাব কিংস তাদের নাম বদলে কিংস ইলেভেন পাঞ্জাব রেখেছে। দিল্লি ডিয়ারডেভিলস থেকে বদলে দিল্লি ক্যাপিটালস নামকরণ করেছে।

এবারের আইপিএল আসর শুরু হবে ২২ মার্চ। চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...