নভেম্বর ২৭, ২০২৪

বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিলেন রাজিয়া খাতুন। অনূর্ধ্ব-১৮ নারী সাফেও দেশের হয়ে শিরোপা জিতেছেন তিনি। সিনিয়র দলে খেলার আগেই বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েন রাজিয়া। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে প্রসবকালীন জটিলতায় মৃত্যুবরণ করেন রাজিয়া। মৃত্যুর আগের দিন রাতে সন্তান প্রসব করেন এই ফুটবলার। প্রসবের পর তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন রাজিয়া। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।

সাবেক সতীর্থের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নারী ফুটবল দলের কয়েকজন ফুটবলার। ছাত্রীর মৃত্যুতে শোকাহত রাজিয়া এবং বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন।

২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেয়া রাজিয়া বাংলাদেশের নারী ফুটবলের উত্থানের শুরুর দিকের একজন। এএফসি অনূর্ধ্ব-১৪ রিজিওনাল ( সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়া) চ্যাম্পিয়নশিপে ২০১৩ ও ১৫ সালে চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি৷

২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলেছিলেন রাজিয়া। পরের বছর ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। সিনিয়র দলের সঙ্গেও তিনিও ক্যাম্প করেছেন কিছু দিন। পারফরম্যান্সে অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়েন এই ফুটবলার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...