ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। সেখানে আটকা পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করলেও ক্রমশ আতঙ্ক বাড়ছে।

আটকে পড়াদের মধ্যে রয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা এখনো মারা যাইনি, ছাদে আছি। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কল নয়, দোয়া করুন।’

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন পোস্ট দেন অধ্যাপক কামরুজ্জামান।

পোস্টটি দেওয়ার ৫৩ মিনিট পর আরেকটি পোস্টের মাদ্ধমে তিনি জানান ‘আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদে নেমে এসেছি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...