জানুয়ারি ৫, ২০২৫

পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোশাখানা দুর্নীতি ও সাইফার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। একই সঙ্গে সাইফার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পিটিআই নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আপিল করেন তারা। পিটিআইয়ের আইনজীবি ব্যারিস্টার সাঈদ আলী জাফর ইমরান খানের পক্ষে আদালতে আপিল করেন। ইদ্দাত মামলার রায়ের বিরুদ্ধেও আপিল করবেন ইমরান খান। শনিবার এ আবেদন করা হবে। খবর ডন নিউজের।

আপিলে বলা হয়েছে, ২০২৩ সালের ৫ আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার ও রিমান্ডের শুনানি সবচেয়ে আপত্তিকর ও গোপনীয়ভাবে করা হয়েছিল। কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই ইমরান খানের বিরুদ্ধে তাড়াহুড়ো করে রায় দেওয়া হয়েছিল। ২০ দিনেরও কম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করেছিলেন আদালত।

এতে আরও বলা হয়েছে, বিচারকের এমন আচরণে ইমরান খানের সুষ্ঠু বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে।

গত বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

অন্যদিকে, গোপন নথি ফাঁস বা সাইফার মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত। এর একদিন পরেই তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া গত ৩ ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদের পর শরিয়া আইন মেনে ইদ্দতকাল পালন না করার দায়ে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...