জানুয়ারি ৪, ২০২৫

শ্রীলংকার পর পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯৫ রানে থামিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সম্মিলিত প্রচেষ্টায় ১৩৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। ৩৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

এদিন কক্সবাজারে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক বাংলাদেশ দল। টার্গেট তাড়ায় ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...