নভেম্বর ২৩, ২০২৪

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি এক ঘণ্টা পিছিয়ে সকাল ৯টায় শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন।

গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবার সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে মন্ত্রিসভা। একইসঙ্গে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নতুন এ সূচি কার্যকর হয় ২৪ আগস্ট থেকে।

এছাড়া সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সপ্তাহে দুদিন ছুটি থাকবে। তবে বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকার প্রধান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...