সেপ্টেম্বর ২০, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ১৭২ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

দারুণ এ পারফরম্যান্সের প্রভাব আইসিসির র‌্যাংকিংয়েও পড়েছে। র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে কোহলি তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন।

কোহলির উন্নতিতে অধপতন হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। তিনি ছয় থেকে আট নম্বর পজিশনে নেমে গেছেন।

সপ্তাহের ব্যবধানে শীর্ষ দশে ফিরেছেন ভারতীয় অধিনায় রোহিত শর্মা। চার ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন হিট ম্যান খ্যাত এই তারকা ওপেনার। টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

কেপটাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ ১৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া জসপ্রিত বুমরাহ একধাপ এগিয়ে চারে উঠেছেন।

অন্যদিকে ৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি। তবে কেপটাউনে ৪ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়েছেন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স সিডনি টেস্টে ৬ উইকেট নিয়ে প্রোটিয়া পেসারকে তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠেছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ে পিছিয়ে গেলেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ে চূড়ায় আছেন জাদেজা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *