ডিসেম্বর ২২, ২০২৪

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। রুপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। কয়েকবার গুঞ্জন উঠেছে, লিভ-ইন করছেন তারা। এবার এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইছেন এই যুগল। আগামী মাসে বাগদান সারবেন বলে গুঞ্জন উড়ছে।

নিউজ১৮ তেলেগু ভার্সনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, বিজয়-রাশমিকা তাদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারবেন তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি বিজয় কিংবা রাশমিকা।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...