নভেম্বর ১৬, ২০২৪

খুবই দুর্দিন যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটের। বিশ্বকাপের গত দুই আসরে বাছাই পর্বের বাধা টপকাতে পারেনি জিম্বাবুয়ে।

জুনে ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর। তার আগে শ্রীলংকা সফরে রয়েছে জিম্বাবুয়ে।

সফরের শুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার করা ২৭৩/৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১২ রান জমা করতেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।

আজ সোমবার কলম্বোর সেই একই স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে।

১ রানে এক উইকেট হারানো জিম্বাবুয়ে ৪ উইকেটে ১৮২ রান করে ভালো পজিশনেই ছিল। এরপর শুরু হয় ব্যাটিংয় বিপর্যয়। মাত্র ২৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে ২০৮ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে সর্বোচ্চ চেষ্টা করে যান অধিনায়ক ক্রেগ আরভিন। তিনি ১০২ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮২ রান করেন। এছাড়া ৩১ ও ৩০ রান করে করেন রায়ান বুর্ল ও জয়লর্ড গাম্বি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...