প্রায় দুই বছর ধরে ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাতে গিয়ে রাশিয়ার অস্ত্রভাণ্ডারে টান পড়ছে৷ পরমাণু শক্তিধর পরাশক্তি হওয়া হত্ত্বেও বন্ধু রাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আমদানি করতে হচ্ছে মস্কোকে৷ প্রথমে ইরান থেকে বোমারু ড্রোন জোগাড় করে ইউক্রেনের উপর হামলা চালিয়ে এসেছে রাশিয়া৷ এবার দেশটি উত্তর কোরিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্রও ইউক্রেনের উপর নিক্ষেপ করছে বলে অভিযোগ উঠছে৷ হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া সম্প্রতি যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ায় তৈরি কম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে৷
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি সাংবাদিকদের বলেন, আমেরিকা বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে৷ তাঁর মতে রাশিয়ায় উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ উদ্বেগজনক ঘটনা৷ যারা এমন বোঝাপড়া তরান্বিত করেছে, তাদের উপর মার্কিন প্রশাসন বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করবে৷ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইলও উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে৷ গত ৩০ ডিসেম্বর তিনি ইউক্রেনে এমন এক মিসাইল নিক্ষেপের উল্লেখ করেছিলেন৷ রাশিয়া ইরান থেকেও কম পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিচ্ছে৷
মস্কো ও পিয়ংইয়ং অবশ্য অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে৷ তবে দুই দেশই সামরিক সহযোগিতা আরো নিবিড় করার অঙ্গীকার করেছে৷ সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মিসাইল লঞ্চার উৎপাদন বাড়ানোর ডাক দিয়েছেন৷ দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবে তিনি রণসজ্জা বাড়ানোর কথা বলেছেন৷
রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম ওঠেনি৷ গত বছরের নভেম্বর মাসে ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া আরো বড় আকারের অস্ত্র সররাহের অভিযোগ তুলেছিল৷ এই দুই দেশের মতে উত্তর কোরিয়া রাশিয়াকে শুধু কম পাল্লার ক্ষেপণাস্ত্র নয়, তার সঙ্গে ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে৷ সেই সঙ্গে গোলাবারুদ ও রাইফেলও হস্তান্তর করা হয়েছে৷ একাধিক সামরিক বিশেষজ্ঞ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যে তাঁরা ইউক্রেনে উত্তর কোরিয়ায় তৈরি মিসাইলের টুকরোর ছবি দেখে শনাক্ত করতে পেরেছেন৷
রাশিয়া সম্প্রতি ইউক্রেনের উপর আবার বড় আকারে আকাশপথে হামলা শুরু করেছে৷ দেশটির একাধিক শহরের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছে৷ শুধু গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনশোরও বেশি হামলা ঘটেছে বলে ইউক্রেন দাবি করেছে৷ উত্তর কোরিয়া থেকে আনা ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রতিরক্ষা আরো জোরদার করার প্রয়োজন স্পষ্ট হয়ে উঠছে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিরবি মনে করেন৷ তিনি মার্কিন কংগ্রেসের উদ্দেশ্যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের ডাক দিয়েছেন৷ সেটা না করলে ইউক্রেনের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি