ডিসেম্বর ২৩, ২০২৪

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৭.২৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৫ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫.৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৬ লাখ টাকা।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটি সর্বচ্চো দর বেড়েছে ৮.৬২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩২ কোটি ৫১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও কে অ্যান্ড কিউ লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...