সেপ্টেম্বর ২০, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আন্দোলনের নামে বিএনপি-জামায়াত এবারো বিদ্যুৎ খাতে ‘সন্ত্রাসী’ হামলা চালাতে পারে বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিপু বলেন, ‘বিএনপি-জামাত ২০১৪ সালে বিদ্যুৎ খাতকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। নির্বাচনকে ঘিরে এবারও বিরাট সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে বলে।’ সেসময় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্নস্থানে চলে ব্যাপক নাশকতা। যানবাহনে আগুন দিয়ে নিরপরাধ লোকজনকে হত্যা ও আহত করা, রাস্তাঘাট কেটে ফেলা, গাছ উৎপাটন করা, পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করা, থানা ও ফাঁড়িতে হামলা কররা হয়।

এদিনে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাতের গত কয়েক মাস সমস্যা ছিলো, তবে তা কাটিয়ে কাটিয়ে উঠেছি। আসছে সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ-জ্বালানিতে কোনো সমস্যা হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত। ২০২৭ সালের পরে সেটি কভার করতে পারবো। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন কূপে যেটুকু কমে যাবে নতুন এলাকা থেকে ঘাটতি পূরণ হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শফিক শামীম, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সাঈদ শিপন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *