নভেম্বর ২৮, ২০২৪

আগামী ৩১ ডিসেম্বর চালু হবে মে‌ট্রো‌রে‌লের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআর‌টি-৬ লাইনের দিয়াবাড়ী থে‌কে ম‌তি‌ঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে। ওই দিন থেকে দুই স্টেশনেই থামবে মেট্রোরেল। যা চলবে বর্তমান সময়সূচি অনুযায়ী।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তি‌নি জানান, দি‌নে এক লাখ ৩০ থে‌কে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মে‌ট্রো‌রে‌লের ট্রেনে ভ্রমণ কর‌ছেন‌। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুযায়ী‌ শিক্ষার্থী‌দের জন্য ভাড়া কমা‌নোর পরিকল্পনা নেই।

ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, গত বছর থা‌র্টি ফার্স্টের রা‌তে ওড়া‌নো ফানুসে কার‌ণে মে‌ট্রো‌রেল চলাচল বিঘ্নিত হ‌য়েছিল। তাই এবার ফানুস ওড়া‌নো ব‌ন্ধের ব্যবস্থা নি‌তে ঢাকা মহানগর পু‌লিশ কমিশনারকে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে।

মে‌ট্রো‌রে‌লের লাইনের দুই পা‌শে এক কি‌লো‌মিটার এলাকায় ফানুস ওড়া‌নো ব‌ন্ধের অনু‌রোধ জানিয়েছেন এম এ এন ছি‌দ্দিক। তিনি জানান, ক্যাটানা‌রি‌তে বিদ্যুৎ সং‌যোগ থাক‌বে না। ৩১ ডিসেম্বর রাত তিনটা থে‌কে ক্যাটানারি পরিষ্কার করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থে‌কে সব স্টেশন চালু হ‌লেও আগারগাঁও থে‌কে ম‌তি‌ঝিল পর্যন্ত ট্রেন আগের ম‌তোই সকাল সাতটা ১০ মি‌নিট থে‌কে বেলা সা‌ড়ে ১১টা পর্যন্ত চল‌বে। আগামী তিন মা‌সের ম‌ধ্যে এ অং‌শে ট্রেন দিয়াবাড়ী-আগারগাঁও অং‌শের ম‌তো রাত পর্যন্ত চল‌বে।

ভি‌ড়ের কার‌ণে দুই থে‌কে পাঁচ শতাংশ যাত্রী পিক আওয়া‌রে ট্রেনে উঠ‌তে পার‌ছেন না ব‌লে জানিয়েছেন এম এ এন ছি‌দ্দিক। এ জন্য ট্রেনে ওঠা-নামার নিয়ম মান‌তে অনু‌রোধ জানিয়েছেন তি‌নি।

ব্যবস্থাপনা পরিচালক ব‌লে‌ছেন, কাওরানবাজার স্টেশ‌নে প্রবেশ ও ব‌হির্গম‌নের সব পথ এখনো নি‌র্মিত হয়‌নি। শাহবা‌গে এক‌টি লিফটের কাজ সম্পন্ন কর‌তে কিছুটা সময় লা‌গবে। বঙ্গবন্ধু শেখ মু‌জিব স্পেশালাইজ হাসপাতা‌লে রোগী‌দের ওঠানামায় র‍্যাম্প নির্মাণ করা হবে। ফার্মগে‌টের ফুটওভার ব্রিজের স‌ঙ্গে ওয়াকও‌য়ে যুক্ত করার চেষ্টা করা হ‌চ্ছে। মে‌ট্রো‌রেলের একাংশে আট ঘণ্টা এবং অপরপাশে চার ঘণ্টা ট্রেন চল‌ছে। পু‌রো সময় চল‌লে, যাত্রী বাড়‌বে।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...