জানুয়ারি ১২, ২০২৫

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচেন চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর বাঁশখালীর নির্বাচনি কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করেন।

মামলাটি গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নির্বাচনি আচরণবিধির ৮(খ) ধারায় মামলাটি করা হয়েছে।

নির্বাচন কমিশন গত সোমবার মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশনা দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...