বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ছাড়িয়ে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে যান শুভমান গিল।
হারানো সেই রাজত্ব ফিরে পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। বুধবার প্রকাশিত সপ্তাহিক হালনাগাদে শুভমানকে সরিয়ে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছেন বাবর আজম। ৮১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন শুভমান। বিরাট কোহলি আছেন তৃতীয় পজিশনে।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার সবশেষ পার্থ টেস্ট শেষে দারুণ পারফরম্যান্সে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন উসমান খাজা। সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নার নয় ধাপ এগিয়ে উঠেছেন ২৭ নম্বরে। মিচেল মার্শ ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৮তম স্থানে।