ডিসেম্বর ২২, ২০২৪

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভাস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তিনি মাদরাসা মাঠে এসে পৌঁছান। এখান থেকে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে এসে পৌঁছালে মুহুমুহু করতালি এবং স্লোগানে তাঁকে স্বাগত জানান মাদরাসা মাঠে উপস্থিত লাখো মানুষ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় জনসভায় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে এদিন বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

২০১৮ সালের পর বুধবার আবার সিলেটে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...