ডিসেম্বর ২৮, ২০২৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেনস্ত্রী শেরীফা কাদেরকে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এরই মধ্যে যা কার্যকর হয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...