সেপ্টেম্বর ২১, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির ৮৯১তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানিটি ১:২ অনুপাতে (বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটি ১০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য নির্ধারণ করেছে ২০ টাকা। অর্থাৎ কোম্পানিটি ১০.০০ (দশ) টাকা মূল্যের ১০,০৯৮,২৮৩ টি সাধারণ শেয়ার প্রতিটি ২০.০০ টাকা মূল্যে (শেয়ার প্রতি ১০.০০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১R:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ২০১,৯৬৫,৬৬০.০০ টাকা মূলধন সংগ্রহ করবে।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশোধ, মূলধনী মেশিনারি ক্রয়, কারখানা আধুনিকায়ন এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।

সেপ্টেম্বর ৩০, ২০২২ ইং তারিখে সমাপ্ত ১ম ত্রৈমাসিক হিসাব সময়ে কোম্পানীটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (NAV) ২৮.১৯ টাকা এবং শেয়ার প্রতি আয় (EPS) ০.৩২ টাকা। ৩০ জুন ২০২২ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের পুনর্মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (NAV) ২৭.৮৭ টাকা এবং পু নর্মূল্যায়ন ব্যাতীত নীট সম্পদ মূল্য (NAV) ২৭.৭৪ টাকা। এছাড়াও জুন ৩০ ২০২২ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারপ্রতি আয় ১.৮১ টাকা।

উল্লেখ্য যে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ইস্যুব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *