ডিসেম্বর ২৪, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রতিশ্রুতি দিয়েছেন যে, বাংলাদেশ জাতিসংঘের (ইউএন) মহাসচিবের শান্তিরক্ষা এজেন্ডার সাতটি অগ্রাধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমাদের নীতিগত অবস্থান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈদেশিক নীতি- আদর্শের মধ্যে নিহিত, যা আমাদের একটি পথপ্রদর্শক শক্তি হিসাবে কাজ করে। এই অবস্থানটি ধারাবাহিকভাবে আমাদেরকে শান্তির সংস্কৃতির প্রচার সহ জাতিসংঘের শান্তি প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বাধ্য করে, শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখা এবং শান্তি বিনির্মাণে সহায়তা করা।’

আজ বৃহস্পতিবাে এখানে প্রাপ্ত একটি বার্তা অনুসারে পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঘানার আক্রায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায় প্যানেলিস্ট হিসাবে বক্তব্য রাখছিলেন।

মামেন একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের ঢাকার পক্ষে শান্তিরক্ষার অঙ্গীকার করেছেন।
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার হাঙ্গেরির সমকক্ষ পিটার সিজ্জার্তোর সঙ্গে মন্ত্রিসভার সাইডলাইনে বৈঠক করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খবর বাসস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...