নভেম্বর ৯, ২০২৪

আগামী বছরের জুনে ২০ দলের অংশগ্রহণে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এ আসরে খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন শোয়েব।

৪২ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার গত সপ্তাহে স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, যদি আমাকে বিশ্বকাপে খেলার জন্য বলা হয়, তাহলে আমি অবশ্যই বিবেচনা করব।

পাকিস্তানের হয়ে ১৯৯৯ সাল থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৪৫ ম্যাচে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৫৫ রান করেন শোয়েব মালিক। আর বল হাতে শিকার করেন ২১৮ উইকেট।

গত তিন দশক ধরে ক্রিকেট খেলে যাওয়া এই তারকা অলরাউন্ডার আরও বলেন, আমি আগামী বছরে পাকিস্তান দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই। আমি ক্রিকেট খেলছি কারণ আমি ক্রিকেট খেলতে উপভোগ করি এবং আমি ক্রিকেট খেলতে পারি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...