অক্টোবর ১৮, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৫.৫৯ শতাংশ। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

টপটেন লুজার বা দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.০২ শতাংশ।

টপটেন লুজার বা দরপতনের তৃতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.৯০ শতাংশ।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি ৪.৩২ শতাংশ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ৩.৫১ শতাংশ, পূবালী ব্যাংক ২.৯৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ২.৯২ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজ ২.৭৩ শতাংশ, ওআইমেক্ম ইলেকট্রোডস ২.৫৫ শতাংশ ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১.৮৩ শতাংশ দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...