নভেম্বর ২৩, ২০২৪

বিজ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে দলটি।

সিলেটের বিদেশী ক্রিকেটারের তালিকায় এবার বেশ কিছু চমক থাকছে। সিলেটের হয়ে খেলতে আসছেন মোহাম্মদ আমির, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস এবং থিসারা পেরেরার মতো তারকা ক্রিকেটাররা।

বুধবার (১৯ অক্টোবর) সিলেট স্ট্রাইকার্স তাদের দলের লোগো উন্মোচন করেছে। এদিন কোচদের নামও প্রকাশ করেছে সিলেট স্টাইকার্স। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে কাজ করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। পেস বোলিং কোচ হিসেবে সৈয়দ রাসেল ও স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন হাসান মুরাদ। এছাড়া দলের সঙ্গে থাকবেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।

একই সাথে ঘোষণা করা হয়েছে দলের কোচিং স্টাফদের তালিকা। যেখানে ম্যানেজার হিসেবে ঘোষণা করা হয়েছে নাফিস ইকবালের নাম। রাজিন সালেহকে সহকারী কোচ ও সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া ডলার মাহমুদ হলেন দলের ফিল্ডিং কোচ ও মুরাদ খানকে বেছে নেয়া হয়েছে স্পিন বোলিং কোচ হিসেবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...