দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গত বছর ডিএসই তার শেয়ারহোল্ডারদেরকে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে স্টক এক্সচেঞ্জটির করপরবর্তী মুনাফা হয়েছে 80 কোটি টাকা। আগের বছর (২০২১-২২) ডিএসইর কর পরবর্তী মুনাফা ছিল ১২৪ কোটি ৭৯ লাখ টাকা।
সর্বশেষ বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় (EPS) ৬৯ পয়সা হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে এক্সচেঞ্জটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৬৩ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর ডিএসই টাওয়ারের মাল্টি পারপাস হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।