আগস্ট ৬, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় জালাল উদ্দিন (৩৮) নামে একজনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি জরুন চার রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আঞ্জুয়ারার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিশ গ্রামে। বর্তমানে কোনাবাড়ি জরুন এলাকায় থাকতেন। স্থানীয় ইসলাম গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করতেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। সূত্র সময় টিভি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...