নভেম্বর ২৬, ২০২৪

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে খেলা যদি আর মাঠে নাও গড়ায় তাতে কোনো সমস্যা নেই পাকিস্তানের।

বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। জয়ের জন্য সেই সময়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫০ রান। তার মানে পাকিস্তান ১০ রানে এগিয়ে রয়েছে।

তাই বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালেও ম্যাচ জিতবে পাকিস্তান।

শনিবার ভারতের বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাচিন রবিন্দ্র (১০৮), কেন উইলিয়ামসন (৯৫) ও গ্লেন ফিলিপসের (৪১) ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট।

বিশ্বকাপের চলতি আসরে বাবর আজমের নেতৃত্বাধী পাকিস্তান ক্রিকেট দল শ্রীলংকার বিপক্ষে ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে। বাবর আজমদের করতে হবে ৪০২ রান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...