নভেম্বর ২৫, ২০২৪

বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখনো মূল আসরে মাঠে নামনি অজিরা। তবে দল মাঠে নামার আগেই দূর্ঘটনার মুখোমুখি হয়েছেন দলের স্পিনার অ্যাডাম জাম্পা। সাঁতরাতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন এই লেগস্পিনার, নিশ্চিত করেছেন অধিনায়ক প্যাট কামিন্স।

ভারতীয় সংবাদ্মাধ্যমের কাছে কামিন্স জানিয়েছেন, শনিবার টিম হোটেলের সুইমিং পুলে সাঁতরানোর সময় অসতর্কতাবশত দেয়ালে ধাক্কা লেগে মুখের কিছু অংশ কেটে গেছে জ্যাম্পার। তবে সেটা অতোটা গুরুতর নয়। প্রথম ম্যাচে জ্যাম্পাকে পাওয়া নিয়ে কোনো দুর্ভাবনা নেই।

কামিন্স বলেন, ‘সে সাঁতরাতে গিয়ে পুলের দেয়ালে ধাক্কা খেয়েছে। আমাদের সে বলেছে, তখন তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছে সোজাই সাঁতরাচ্ছে। কিন্তু হঠাৎ করে পুলের দেয়ালে ধাক্কা লাগে। এখনো কিছুটা ব্যথা আছে, তবে এমনিতে ঠিক আছে।’

অস্ট্রেলিয়া দলে এমন দুর্ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত বছর করাচিতে টিম হোটেলের সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় পুলের মধ্যে পড়ে যান অ্যালেক্স ক্যারি। একই বছর নিজের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে দৌড়াতে গিয়ে বাজেভাবে পড়ে পা ভেঙে যায় গ্লেন ম্যাক্সওয়েলের।

আপাতত প্রথম ম্যাচের দলের সবাই ফিট আছেন। আগামীকাল রোববার (৮ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...