ঢালিউড পরিচালক সঞ্জয় সমাদ্দার ‘মানুষ’সিনেমা পরিচালনা করেছেন। ছবিতে বিশেষ একটি চরিত্রে রয়েছেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে চরিত্রের গুরুত্ব রয়েছে। মিম একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রে মিম নিজেকে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন।
মিম বলেন, ‘ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছিলেন, ভালো কিছু হবে। শুটিংয়ের পরও তাই মনে হয়েছে। বিশেষ চরিত্রে হলেও এ চরিত্র খুবই গুরুত্ব বহন করে। এখন কিন্তু দেশ-বিদেশের অনেক ছবিতেই বড় তারকারা বিশেষ চরিত্রে অভিনয় করেন। এসব ছবিতে তাদের উপস্থিতি কম সময়ের হলেও গুরুত্বটা থাকে অনেক বেশি। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, তাহলে ‘জওয়ান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি যে রকমভাবে গুরুত্ব পেয়েছে, আমারও তা-ই। আমি এই ছবিতে দীপিকার চরিত্রের সঙ্গে মিলটা পাচ্ছি।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘এ ছবিটা আমার জন্য অসাধারণ একটা জার্নি। আমি অনেক কিছু শিখেছি। এসব অভিজ্ঞতা আমার পরবর্তী যেকোনো কাজে সহায়ক হবে।’ জিতের বিষয়ে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন ধরে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন।’
‘মানুষ’ আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে। মুক্তির আগে গত সপ্তাহে ফেসবুক পেজে প্রকাশিত হয় ছবির প্রথম লুক পোস্টার।