ডিসেম্বর ২২, ২০২৪

বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরব থেকে ‍মুম্বাই এয়ারপোর্টে নেমেই পাপারাজ্জিদের উদ্দেশে রাখি বলেন— ‘আমাকে রাখী নয়, ফাতিমা বলে ডাকুন।’ শনিবার (২ সেপ্টেম্বর) একই রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।

গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন রাখি। এদিন লাল রঙের বোরখা আর হিজাব পরে হাজির হন রাখি। ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎ মেজাজ হারান তিনি। কারণ এসময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন। আর ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক তখন রেগে গিয়ে রাখি বলেন, ‘আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি; দূরে থাকুন। আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না। প্লিজ।’

এ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এ ভিডিওর শেষে আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা করেন রাখি। আর তা দেখে হাসি থামছে না নেটিজেনদের। একজন লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা।’ আরেকজন লেখেন, ‘এই মহিলার নাটকের শেষ নেই।’

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল।

জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে— ‘রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।’ এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, ‘আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।’

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...