ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সমন্বয়ে গঠিত জোট ‘জি-২০’ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের দিল্লিতে। সম্মেলনের সাইডলাইনে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ রোববার  ৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। তবে অন্যান্য ইস্যুও আছে আমাদের। ৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানি চুক্তির মেয়াদও সামনে শেষ হবে। এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকেও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা করে এসেছি, আলোচনায় রেখেছি। এবারও আশা করছি প্রধানমন্ত্রী তা করবেন।

তিনি বলেছেন, এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন কানেক্টিভিটি প্রকল্প নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানও উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...