নভেম্বর ২৬, ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। আজ মঙ্গলবার নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ২০১ রানে।

অবাক করা বিষয় হলো তাদের ইনিংসে ১৩টি চারের মার থাকলেও নেই কোনো ছক্কা। পাকিস্তানের কোনো ব্যাটসম্যান আফগানিস্তানের কোনো বোলারের ওভারেই ছক্কা হাঁকাতে পারেননি।

ব্যাট হাতে ইমাম-উল-হক সর্বোচ্চ ৬১ রান করেন। ৯১ বল খেলে ২ চারে এই রান করেন তিনি। শাদাব খান ৩ চারে করেন ৩৯ রান। আর ইফতিখার আহমেদ ২ চারে করেন ৩০ রান। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ২১ ও নাসিম শাহ অপরাজিত ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে আফগানিস্তানের মুজিব উর রহমান ১০ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও রশিদ খান। এছাড়া ফজল হক ফারুকি ও রহমত শাহ ১টি করে উইকেট নেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...