সেপ্টেম্বর ২০, ২০২৪

দেশের পুজিবাজারে পতন অব্যাহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে  । তবে ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। এছাড়াও ‘ডিএস ৩০’ ০ দশমিক ৮৯ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ১ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে।

সূচকের পতন হলেও ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যা ১৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬০টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১০৮টি, বিপরীতে ৫৬ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

গতকাল সোমবার দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এক্সচেঞ্জটির সার্বিক সূচক ‘সিএএসপিআই’ এদিন ৩ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৭৭ প্রতিষ্ঠানের ৯ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *