সেপ্টেম্বর ২০, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৭ জন। এ সময় ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৮৫ জনের মৃত্যু হলো।

সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৭২ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার ৩৮৫ জন। এ সময় ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৮৫ জনের মৃত্যু হলো।

এ ছাড়া, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৮৮৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন তিন হাজার ৬০৭ জন। বাকি চার হাজার ৭৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৪ হাজার ২০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট এক লাখ দুই হাজার ১৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০১৯ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রেকর্ড আজ ভাঙলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *