দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর মারা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুকুর ‘চিমস’। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন কুকুরটির মালিক।
করোনাকালে ইন্টারনেট দুনিয়ায় পরিচিত পায় ‘চিমস’। কুকুরটিকে নিয়ে সেই সময় বিভিন্ন ট্রল, মিম, ভিডিও তৈরি করা হয়। সেগুলো ব্যবহার করতে দেখা যায় লাখো, কোটি মানুষকে।
জানা যায়, শিবা ইনু জাতের কুকুর ছিল ‘চিমস’। গত ৬ মাস ধরে ক্যান্সারে ভুগছিল কুকুরটি। তাকে সুস্থ করে তোলার জন্য অস্ত্রোপচারের কথাও ভাবা হয়েছিল।
কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন সামাজিক মাধ্যমে অতি পরিচিত এই কুকুর। চিমসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন। অনেকেই কুকুরটির মৃত্যুর খবরে দুঃখ পেয়েছেন।
এদিকে, চিমসের চিকিৎসার জন্য বেশ কিছু অর্থ তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই অর্থের অধিকাংশই থেকে গেছে। ফলে চিমসের মালিক জানিয়েছেন, তিনি সেই অর্থ স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে দান করবেন।