সেপ্টেম্বর ২১, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমে তলানিতে নেমেছে। সপ্তাহের শেষ দিন ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকার নিচে হয়েছে। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১০.০৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫৮ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৪১৪ কোটি ২৮ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার গড় লেনদেন কমেছে।

ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৮১ কোটি ৮ লাখ টাকার লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৪২ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১ দশমিক ২৭ পয়েন্ট কমে ২১২১.৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৯.৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৩৫টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ১২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ কোটি ৭৬ লাখ টাকা। তালিকাভুক্ত ২৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, দর কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৪টি কোম্পানির।

সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৪৭৮ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৪৯ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৩১ শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক ৬৫ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৫১ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ১ দশমিক শূন্য ৪ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩০২ দশমিক ৬৩ পয়েন্টে, ১৩ হাজার ৩০৬ দশমিক ৫৪ পয়েন্টে, ১১ হাজার ৪৬ দশমিক ২৩ পয়েন্টে, ১ হাজার ১৬৩ দশমিক ৪০ পয়েন্টে এবং ২ হাজার ২১৫ দশমিক শূন্য ৫ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *