ডিসেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশের বর্তমান অবস্থাকে ১৯৭৫ সালের আগস্টের সঙ্গে তুলনা করে সবাইকে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর আগে আমরা যে ধরনের অবস্থা দেখেছিলাম, মনে হয় এখনও সেই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য কেউ কেউ উঠেপড়ে লেগেছে। মনে হচ্ছে খুব একটা কঠিন সময় আসছে।’

মঙ্গলবার (১৫ আগস্ট) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় শোক দিবস নিয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন মন্ত্রী

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়। জিনিসপত্রের দাম বাড়ে। একটার পর একটা অস্থিরতা সৃষ্টি হয়। বহু লোকে বাংলাদেশে আনাগোনা করে। কিসিঞ্জার সাহেবও (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার) ঢাকা শহরে ঘুরে যান।

১৯৭৫ এবং বর্তমান বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, ‘আজকের বাংলাদেশের মধ্যে সে ধরনের একটা অস্থিতিশীলতা দেখি। একটা সাদৃশ্য দেখা যাচ্ছে।’

শেখ হাসিনা গত কয়েক বছরে বাংলাদেশে বিরাট পরিবর্তন এনেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে আমরা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, তারা হচ্ছি প্রথম ডিফেন্ডার। আমাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এখন বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে। তখন একটি বাসন্তী হয়েছে। এখন শত শত বাসন্তীর খবর আমরা পাচ্ছি। কিন্তু আমার খুব দুঃখ হয়, এসব অপপ্রচারের যথেষ্ট উত্তর আমরা এখনও দিতে পারি না। অপপ্রচারগুলো বন্ধ করতে হবে।’

অপপ্রচার বন্ধে এখনও দুর্বলতা রয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘আমাদের কোথাও দুর্বলতা রয়েছে। আমাকে বলা হয়েছে প্রযুক্তিগত দুর্বলতা নাই। তবু কোথাও জানি অসুবিধা আছে। এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। আমাদের সময়টা বড় কঠিন। আমার সব সহকর্মীকে স্বেচ্ছায় এসব নিয়ে ভাবতে হবে। পঁচাত্তরের পুনরাবৃত্তি চাই না।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...