জানুয়ারি ৯, ২০২৫

ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৯ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার উইন্টজেনহেইম শহরে প্রতিবন্ধীদের একটি অবকাশযাপন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউইলার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর এখনও দুজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার পরপর অগ্নিনির্বাপন বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেপুটি মেয়র ড্যানিয়েল লেরয় জানান, এর আগে একটি ড্রোন ব্যবহার করে তিনটি মৃতদেহ পাওয়া গিয়েছিল। অন্যগুলো পরে সরাসরি অনুসন্ধান ও কুকুরের সাহায্যে পাওয়া গেছে।

হাউট-রিন অঞ্চলের প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য জনকে মানসিক আঘাত পাওয়ার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবকাশযাপন কেন্দ্রে যারা অবস্থান করছিলেন তারা নিকটবর্তী শহর ন্যান্সি থেকে এসেছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...