সেপ্টেম্বর ২০, ২০২৪

বলিউডে ফের শোকের ছায়া। দিন কয়েক আগেই নিজের স্টুডিওতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক নিতিন দেশাই। এই ঘটনার দিন কয়েকের মধ্যে আবারও দুঃসংবাদ। সালমান খানের ‘বডিগার্ড’ ছবির পরিচালক সিদ্দিক ইসমাইল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে কোচির অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এনডিটিভি জানিয়েছে, অনেক দিন ধরে নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছিলেন পরিচালক সিদ্দিক। সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচির অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন সিদ্দিক ইসমাইল। ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিন দশকের বেশি সময় ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০০৪ সালে ‘হুলচুল’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সিদ্দিক। কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেননি। ২০১১ সালে নির্মাণ করেন ‘বডিগার্ড’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান খান ও কারিনা কাপুর খান। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে।

সিদ্দিক তার নির্মাণ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’ প্রভৃতি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *